১০৮৯

“বাসিরাতুন”-এর বহুবচন “বাসায়েরুন” যাহার অর্থ দৃষ্টিশক্তি, বিবেক, বুদ্ধি, মনের উপলব্ধি ক্ষমতা বা বোধশক্তি বা মেধা, অন্তরের দৃঢ় বিশ্বাস বা প্রত্যয়, ধর্মে স্থিরতা বা দৃঢ়তা, প্রামাণিক বিরতি বা ঐশী-বিধান, যুক্তি-প্রমাণ বা দলিল, সাক্ষী, দৃষ্টান্ত যদ্বারা কাহাকেও সতর্ক করা হয়, রক্ষক বা ঢাল (মুফরাদাত, লেইন)।