১০৮২

শাস্তি পাওয়াটা যেমন মানুষের নিকট যন্ত্রণাদায়ক তেমনি শাস্তি দেওয়াটাও আল্লাহ্‌তা’লার নিকট বেদনাদায়ক এবং ইহাই হইল “আকাশমণ্ডল ও পৃথিবীর উপর উহা গুরুভার হইবে” বাক্যের মর্মার্থ। “আকাশমণ্ডল” আল্লাহ্‌ এবং ফিরিশ্‌তা প্রতীক এবং ‘পৃথিবী’ মানবের প্রতীকরূপে ব্যবহৃত হইয়াছে।