১০৮

ইসরাঈলীগণ মিশরবাসীদের সাথে সুদীর্ঘকাল বসবাস করিয়াছিল। মিশরীয়রা গাভীকে অতিশয় শ্রদ্ধা করিত, তাই ইসরাঈলীদের মনেও গাভীর প্রতি শ্রদ্ধা ভক্তি জন্মিয়াছিল। তাই, তাহারা যখন উপাসনার জন্য আরাধ্য-দেবতা বানাইল, তখন তাহারা ইহাকে গো-বৎসের রূপ দান করিল (কুরআন- ২ঃ৫২, যাত্রাপুস্তক- ৩২ঃ৪)। গাভীর প্রতি তাহাদের ভক্তি ভালবাসা হইতে তাহাদিগকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহাদিগকে বার বার আদেশ দেওয়া হইল, তাহারা যেন গাভী কুরবানী করে (গণনা পুস্তক- ১৯ঃ১-৯; লেবীয় পুস্তক- ৪ঃ ১-২১, ১৬ঃ ৩-১১)। মনে হয়, তাহাদের একটি নির্দিষ্ট গাভী ছিল, যাহা তাহাদের পোষা ও প্রিয় ছিল। তাহাদের মনে আশঙ্কা ছিল যে, ঐ গাভীটিকেই হয়তঃ উৎসর্গ করিবার আদেশ দেওয়া হইতেছে। তাই বারংবার গাভীর বর্ণনা দিবার পর তাহারা হযরত মূসা (আঃ) কে আরো বর্ণনা দিবার অনুরোধ করিতেছিল। তাহাদের প্রশ্নাবলীর ফলে, কতকগুলি নূতন বর্ণনা সংযোজিত হয় এবং গাভীটি চিহ্নিত হইয়া যায়।