মক্কাবাসীরা কি দেখিতেছে না যে, তাহাদের চতুর্দিকে অসংখ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সংঘটিত হইয়া চলিয়াছে যাহা এক নূতন যুগের আগমনের প্রতি নির্দেশ করিতেছে? সমস্ত নিদর্শন বাস্তব ঘটনার প্রতি ইংগিত করিতেছে যে, প্রতিমা উপাসনা দেশ হইতে বিলুপ্ত হইতে চলিয়াছে, উহা ইসলামের জন্য নিজ স্থান ছাড়িয়া দিতেছে। “মালাকুত” (কর্তৃত্ব) শব্দ আল্লাহ্তা’লার নিয়ন্ত্রণকে বুঝায় যদ্বারা তিনি আকাশমণ্ডল ও পৃথিবী পরিচালনা করেন।