আল্লাহ্তা’লার মহান সীফ্ত তথা গুণাবলীর ব্যাপারে সঠিক পথ হইতে সরিয়া যাওয়ার অর্থ হইতেছে যে, কুরআন অথবা হাদীসে উল্লেখিত সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী হওয়ার কারণে আল্লাহ্তালার অন্য কোন সীফ্তের কল্পনা করার প্রয়োজন নাই যেগুলি তাঁহার মহিমা মর্যাদা এবং ব্যাপক করুণার বিরোধী।