বিশেষ এক ব্যক্তির প্রতি এই ইংগিত নহে, পরন্তু ঐ সমস্ত লোকদিগের প্রতি যাহাদিগকে আল্লাহ্তা’লা নবীর মাধ্যমে নিদর্শন প্রদর্শন করিয়া থাকেন এবং যাহারা সেই নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে। এইরূপ উক্তি কুরআন করীমের অন্যত্র (২ঃ১৮) পাওয়া যায়। বর্তমান আয়াত বিশেষভাবে বা’লাম-বিন-বা’উর-এরও সংগে সম্পৃক্ত বলা যায়, যে হযরত মূসা (আঃ)-এর যমানায় বাস করিত এবং ধার্মিক ব্যক্তি বলিয়া খ্যাত ছিল। অহংকার তাহার মাথায় চাপিয়াছিল, ফলে অপমানজনক অবস্থায় তাহার জীবনাবসান হইয়াছিল। আবু জাহল বা আবদুল্লাহ্ বিন উবাই বিন সলুল বা অনুরূপ প্রত্যেক কুখ্যাত কাফের সর্দারের প্রতিও এই আয়াত প্রযোজ্য।