১০৫

‘ওয়া রাফা’না ফাওকাকুমুত্তুরা’ বাক্যদ্বারা ইহা বুঝায় না যে, ইসরাঈলীদের মাথার উপরে সিনাই পর্বতকে উত্তোলন পূর্বক লটকানো অবস্থায় রাখা হইয়াছিল। ইহার সোজা সরল অর্থ হইল এই যে, যখন ইসরাঈলীদের নিকট হইতে প্রতিজ্ঞা গ্রহণ করা হইতেছিল, তখন তাহারা সিনাই পর্বতের পাদদেশে দণ্ডায়মান ছিল। বাক্যটি এই বিষয়ের প্রতিও ইঙ্গিত করিতে পারে যে, ইসরাঈলী জাতি যখন সিনাই পর্বতের পাদদেশে তাঁবু খাটাইয়া অবস্থান করিতেছিল, তখন ভূমিকম্প আসিয়া পাহাড়টিকে ভীষণভাবে প্রকম্পিত করিয়া ছিল (যাত্রাপুস্তক- ১৯ঃ২)। এইরূপ ক্ষেত্রে মনে হয় যে, পর্বত চূড়া যেন নীচে দণ্ডায়মানদের মাথার উপর ঝুলিতেছে।