১০৩৮

“সানাহ্” একবচন, বহুবচনে সিনীন’ অর্থ- সূর্যের চতুর্দিকে পৃথিবীর সাধারণ আবর্তন। ইহা “আম্” এর সমার্থবোধক, তবে প্রত্যেক “সানাহ্”-ই “আম্” কিন্তু প্রত্যেক “আম্” “সানাহ্” নহে। “সানাহু”, “আম্” (যাহা আরবী বার মাসের সমষ্টিরূপে প্রয়োগ হইয়া থাকে) হইতে দীর্ঘতর কিন্তু “সানাহ্‌” চন্দ্রের দ্বাদশ আবর্তন-এর জন্যও প্রযোজ্য। ইমাম রাগের-এর মতে “সানাহ্‌” শব্দের ব্যবহারে এমন বৎসর বুঝায় যে সময়ে মুশকিল বা প্রতিবদ্ধক, বা খরা ও দুর্ভিক্ষাবস্থা দেখা দেয় এবং আম্’ ব্যবহার দ্বারা এরূপ বৎসরকে বুঝায়, যাহা উপায় উপকরণে প্রাচুর্য আনয়ন করে এবং লতা-পাতাসমূহ ও গবাদি খাদ্যের তৃণাদিতে প্রতুলতা নিয়া আসে। সানাহ্’ শব্দের অর্থ খরা বা উষরও হয়। এক কথায় এই আয়াত জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বর্ণনা করিয়াছে।