ক্রুশবিদ্ধ অর্থ ক্রুশে যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। এক্ষেত্রে হাত ও পা কাটাযুক্ত করিয়া নির্যাতনকে অধিক দৃষ্টান্তমূলক এবং মৃত্যুকে অধিকতর যন্ত্রণাদায়করূপে প্রকাশ করিতেছে। প্রসঙ্গক্রমে, এই আয়াত প্রতিপন্ন করে যে, হযরত মূসা (আঃ)-এর যুগেও ক্রুশবিদ্ধ করিয়া মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম প্রচলিত ছিল।