১০২৯

যষ্টি “সর্প” হয় নাই, কিন্তু যষ্টি নিজেই ঐন্দ্রজালিকের ধোকাবাজি বা ভেল্কী নস্যাৎ করিয়াছিল। হযরত মূসা (আঃ)-এর লাঠি এক মহান নবীর আধ্যাত্মিক শক্তিতে নিয়ন্ত্রিত এবং আল্লাহ্‌তা’লার নির্দেশে নিক্ষেপিত হইয়া দর্শকদিগের উপরে যাদুকরদের কুহকী ক্রিয়া-কলাপ প্রকাশ করিয়া দিল এবং যাদুর প্রভাবের ফলে দর্শকগণ যাহাকে প্রকৃতই সর্প বলিয়া ভাবিয়াছিল উহাকে ভাঙ্গিয়া চূর্ণ-বিচূর্ণ করিয়া দিল। “কি আশ্চর্য, নিমিষে উহা তাহাদের ইন্দ্রজালকে গ্রাস করিয়া ফেলিল” উক্তির মর্মার্থ—যাদুকরদিগের ধোকাবাজি বা প্রতারণাকে যষ্টি প্রকাশ করিয়া দিল। “গ্রাস করিল” কথার মর্ম, উহাদের “ভেল্কির প্রভাব বা প্রতিক্রিয়াকে ধ্বংস করিয়া দিল”।