হযরত মূসা (আঃ) যখন ফেরাউনের নিকট গমন করিলেন তখন তাহার নিকটে মূসা (আঃ)-এর মিশন প্রচারের উদ্দেশ্য ততবেশী ছিল না যতবেশী ছিল ইস্রাঈলীদিগকে তাঁহার অনুগমন করিতে দেওয়ার জন্য তাহার নিকট আবেদন করা,যদিও সাধারণভাবে তাহাকে তিনি তবলীগও করিয়াছিলেন। প্রকৃত পক্ষে মূসা (আঃ)-এর বার্তা বা বাণীর লক্ষ্য মুলতঃ ছিল ইসরাঈলীগণ, কিন্তু যতদিন পর্যন্ত তাহারা মিশরের স্থানীয় অধিবাসীদিগের সঙ্গে মিশ্রিত ছিল, ততদিন পর্যন্ত হযরত মূসা (আঃ)-কে উভয় শ্রেণীর অধিবাসীগণের মধ্যেই প্রচার করিতে হইত। যখন ইহুদীরা সেই দেশ ত্যাগ করিল অর্থাৎ মিশর হইতে হিজরত করিয়া গেল, তখন হইতে মিশরীগণের সঙ্গে তাঁহার (মূসা-আঃ) আর কোন সম্পর্ক রহিল না এবং তিনি নিজ জ্ঞাতি ও আত্মীয়স্বজনের প্রতি অর্থাৎ যাহাদের প্রতি তিনি প্রেরিত হইয়াছিলেন তাহাদের প্রতি তাঁহার মনোযোগ কেন্দ্রীভূত করিলেন।