“যুলুম” অর্থ অন্যায় আচরণ করা, কোন বস্তুর ভুল ব্যবহার করা বা তৎপ্রতি অন্যায় করা বা উহাকে সঠিক স্থানে না রাখা (লেইন)। এই উক্তির মর্মার্থ হইতেছে যে, ফেরাউন ও তাহার প্রধানগণ ঐশীনিদর্শনকে সঠিকভাবে গ্রহণ করে নাই। নিদর্শন সমূহের উদ্দেশ্য ছিল তাহাদের অন্তরে আল্লাহ্তা’লার ভীতি সৃষ্টি করা, কিন্তু তৎপরিবর্তে উহারা এই নিদর্শনগুলির প্রতি উপহাস ও ব্যঙ্গ করিয়াছিল।