১০১২

কৃতদাসী পত্নী ছিল বলিয়া কতুরার গর্ভজাত হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সন্তানদিগকে ইসরাঈলীরা এবং ইসমাঈলীরা উভয়েই অবজ্ঞার চক্ষে দেখিত। দুর্বল এবং ঘৃণ্য রূপে তাহাদিগকে তুচ্ছ জ্ঞান করা হইত, কিন্তু আল্লাহ্‌তা’লা তাহাদের সংখ্যা বৃদ্ধি করিলেন এবং তাহাদিগকে সম্পদ ও শক্তি দান করিলেন।