১০১০

মিদিয়ান হযরত ইব্‌রাহীম (আঃ)-এর পুত্র, কতুরার গর্ভজাত (আদি পুস্তক-২৫ঃ১-২)। তাঁহার বংশধরগণ হেজায্‌-এর উত্তরাঞ্চলে বসতি স্থাপন করিয়াছিল। আরবের উপকুলবর্তী সিনাই-এর অপরদিকে লোহিত সাগরের তীরে অবস্থিত এক শহরের নামও মিদিয়ান ছিল।শহরটি এই নামে পরিচিত হওয়ার কারণ ইহাই ছিল যে, উহার অধিবাসীরা মিদিয়ানের পরবর্তী বংশধর ছিল। সাগর কূলের নিকটতম হওয়ার কারণে কেহ কেহ ইহাকে সমুদ্র বন্দর বলিয়া উল্লেখ করিয়াছে। ‘আকাবা উপসাগর হইতে ইহার দূরত্ব মাত্র আট মাইল। অন্যেরা কেহ কেহ ইহাকে অভ্যন্তরস্থ শহর বলিয়াছে। হযরত ইসমাঈল (আঃ)-এর বংশধরের এক বৃহৎ জনগোষ্ঠি মিদিয়ানের অধিবাসী ছিল। হযরত শুয়াইব (আঃ) এবং আঁ- হযরত (সাঃ) এর মধ্যে কিছু সাদৃশ্য ছিল, যেমন উভয়েই নিজ জন্মভূমি ছাড়িয়া অন্য শহরে চলিয়া যাইতে বাধ্য হইয়াছিলেন, হযরত শুয়াইব গিয়াছিলেন মিদিয়ানে এবং নবী করীম (সাঃ) মদীনায়।