১০০৬

উক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য হইতেছে যে, উহা এক প্রকার নূতন ধরণের কুপ্রবৃত্তি বা পাপাচার ছিল, যাহা পূর্বে অজানা ছিল। অথবা উহার অধিকাংশই সেই সময়ের মধ্যে সংঘটিত হইয়াছিল যাহার কোন উপমা অতীতে খুঁজিয়া পাওয়া যায় না।