১০০৪

হযরত সালেহ (আঃ) করুণ দৃশ্য সহ্য করিতে না পারিয়া উপদ্রুত শহরটিকে পরিত্যাগ করিলেন। তিনি এই আয়াতে উল্লেখিত বিষাদময় শব্দগুলি বেদনা ভারাক্রান্ত হৃদয়ে উচ্চারণ করিতেছিলেন, যেভাবে ইসলামের পবিত্র নবী করীম (সাঃ) বদর প্রান্তরে বলিয়াছিলেন।