‘তোমরা পাহাড়সমূহকে খনন করিয়া বাসগৃহ নির্মাণ করিতে’ এই কথাগুলি যখন উক্ত জাতির শীতকালীন আবাস স্থলের প্রতি ইংগিত করিতেছে,একই সময়ে পাহাড় কাটিয়া তোমরা বাসগৃহ সমূহ নির্মাণ করিতে’ শব্দগুলি পর্বতাঞ্চলে তাহাদের গ্রীষ্মাবাসের প্রতি পরোক্ষ উল্লেখ। সামূদ খুব অধ্যবসায়ী, দক্ষ ও তৎপর, সম্পদশালী এবং কৃষ্টিবান সভ্য জাতি ছিল। তাহাদের সময়ের মাপকাঠিতে তাহারা বিলাসবহুল ও আরাম-আয়াশ-পূর্ণ জীবন যাপন করিত—গ্রীষ্মকালে পাহাড়ে এবং শীতকালে সমতল ভূমিতে বসবাস করিত।