১০০১

ইহার অর্থ এই নহে যে, উহাকে (উট্‌নীকে) যে কোন জমিতে চরিয়া খাইতে দেওয়া হউক। ইহার মর্মার্থ এই যে, উট্‌নীর যাতায়াতে কোন বাধা সৃষ্টি না করা এবং হযরত সালেহ (আঃ) যেখানেই যাইতে চাহিবেন সেই স্থানে যাওয়ার জন্য উট্‌নীকে স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া বুঝায়। আল্লাহ্‌র নবী সালেহ (আঃ) কর্তৃক তাঁহার উট্‌নীর অবাধ গতিবিধি সম্পর্কে ঘোষণা আরবে প্রাচীন বলিয়া সম্মানিত প্রথার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।